BCS(Written/preli) Q/A General Science (General Science Short Question with ans.) part-17

 BCS(Written/preli) Q/A General Science :



ধাতব অধাতব রসায়ন:

Q-1. মাটির রঙ লালচে হলে বুঝতে হবে তাতে--

Ans- আয়রনের পরিমাণ বেশী।

Q-2.ম্যাগনেটাইট,জিরকন, মোহনাজইট প্রভুতির সমন্ময়ে তৈরী সোনার ন্যায় মুল্যবান খনিজকে -

Ans-ক্যালোসোনা বলে।

Q-3. টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো -

Ans-মনো সোডিয়াম গ্লুটামেট।

Q-4.সোডিয়াম ক্লোরিন হলো-

Ans-খাদ্য লবণের রাসয়নিক উপাদান।

Q-5. লিথিয়াম হলো -

Ans-সবচেয়ে হালকা থাতু।

Q-6.ওসমিয়াম হলো -

Ans-সবচেয়ে ঘন ধাতু।

Q-7. সাধারণ তাপমাত্রায় তরল ধাতু হলো

Ans-পারদ।

Q-8. সাধারণ তাপামাত্রায় তরল অধাতু হলো

Ans-ব্রোমিন।

Q-9.সাপের বিষে -

Ans-জিঙ্ক থাকে।

Q-10.পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ধাতু 

Ans-প্লাটিনাম।

Q-11. সবচেয়ে তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়-

Ans-দস্তা

Q-12. আয়নার পশ্চাতে 

Ans-পারদ ব্যবাহৃত হয়।

Q-13. সর্বাধিক বিদ্যুৎ পরিবাহী ধাতু 

Ans-কপার বা তামা।

Q-14. ২৪ ক্যারেট স্বর্ণকে 

Ans-বিশুদ্ধ স্বর্ণ বলা হয়।

Q-15.পৃথিবী তৈরীর প্রাধান উপাদান হলো 

Ans-সিলিকন।

Q-16. এন্টিমনি আঘাত করলে 

Ans-শব্দ হয় না।

Q-17. ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পরিষ্কার পানির দ্রবণকে 

Ans-লাইম ওয়াটার বা চুনের পানি বলে

Q-18.অগ্নিনিরোধক খনিজ পদার্থ হলো 

Ans-এসবেসটস।

Q-19.সীসার গলনাঙ্ক 

Ans-সবচেয়ে কম।

Q-20. পানি অপেক্ষা সোনা

Ans-১৯ গুন ভারি।

Q-21.ইস্পাত সাধারনত লোহা থেকে ভিন্ন কারণ ইস্পাতে সুনিয়ন্ত্রিত পরিমাণ-

Ans-কার্বন রয়েছে।

Q-22.আর্দ্র বাতাসের সংস্পর্শে লোহার পরমাণ ধীরে ধীরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 

Ans-আরণ অক্সাইড উৎপন্ন করে এবং লোহায় মরিচা পড়ে।

Q-23.আর্দ্র বায়ুর সংস্পর্শে লোহার পরমাণু ধীওে ধীরে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 

Ans-আয়রণ অক্সাইড উৎপন্ন কর এবং লোহায় মরিচা পড়ে।

Q-24. লোহা বা ইস্পাতের তৈরী জিনিস কে মরিচারোধী করার জন্য লোহা বা ইস্পাতের উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। 

Ans-একে গ্যালভানাইজিং বলে।

Q-25.সোডিয়াম বাই- কার্বনেট,অ্যালুমিনিয়াম সালফেট এবং পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটর মিশ্রণকে

Ans-বেকিং পাউডার বলে।

Q-26. লোহা বা ইস্পাতের তৈরী সামগ্রীর উপর নিকেল, ক্রোমিয়াম, অ্যালুমিনিয়াম সোনা, প্লাটিনাম ইত্যাদি ধাতুর প্রলেপ দেওয়াকে

Ans-ইলেকট্রোপ্লেটিং বলে।

Q-27. মরিচা প্রতিরোধ বা সামগ্রীক উজ্জ্বলতা, চাকচিক্য, সৌন্দর্য স্থায়িত্ব বাড়াতে 

Ans-ইকট্রোপ্লোটিং করা হয়।

Q-28.গ্রাফাইট একমাত্র অধাতু যা -

Ans-তাপ বিদ্যুৎ পরিবাহী।

Q-29.গ্রাফাইটের সাথে বিভিন্ন অনুপাতে কাদা মিশিয়ে --

Ans-বিভিন্ন ধরণের পেন্সিলের সীস তৈরী করা হায়। পেন্সিলের সীস যত মোটা নরম তাতে গ্রাফাইটের পরিমান তত বেশী।

Q-30.প্রাকৃতিক বস্তুর মধ্যে সবচেয়ে কঠিন বস্তু হলো-

Ans-হীরক।

Q-32.হীরক সাধারত --

Ans-স্বচ্ছ বর্ণহীন। হীরকের মধ্যদিয়ে আলো বিভিন্নভাবে একে যায় বলে তাকে চকচকে দেখায় হীরকক বিশেষভাবে কেটে বহুতল বিশিষ্ট করা হয়। একে হীরকের উজ্জলতা বৃদ্ধি পায়।

Q-32.গন্ধক বা সালফার খুবই --

সক্রিয় অধাতু। এটি তাপ বিদ্যুৎ অপরিবাহী। জীবানুনাশক ঔষধ তৈরীতে, দিয়াশলাই, নানা প্রাকার রং এবং সার প্রভৃতিতে সালফার বা গন্ধক ব্যবাহৃত হয়।

Q-33. রাবারের সাথে গন্ধক মিশিয়ে উত্তপ্ত করলে 

Ans-রাবার শক্ত, নমনীয়

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.


Post a Comment

0 Comments