BCS(Written/preli) Q/A General Science (General Science Short Question with ans.) part-16

 BCS(Written/preli) Q/A General Science :



ধাতব অধাতব রসায়ন:

Q-1.যে সব মৌল তাপ বিদ্যুৎ সুপরিবাহী এবং আঘাত করলে টুনটুন শব্দ হয়, তাদরেকে...

Ans- ধাতু বলে। যেমন-সোন, রূপা, তামা, লোহা ইত্যাদি।

Q-2.যে সব মৌল তাপ বিদ্যুৎ অপরিবহী এবং যৌগে তড়িৎ ঋণাত্বক আয়ন হিসেবে থাকে, তাদের ...

Ans- অধাতু বলে যেমন কার্বন, অক্সিজেন আয়োডিন, হাইড্রোজেন ইত্যাদি।

Q-3কেওলিন হলো ...

Ans- এক প্রকার সাদামাটি। কেত্তলিন সিরামিক সামগ্রী তৈরীর কাঁচামাল হিসেবে ব্যবাহৃত হয়।

Q-4. আমরা যে চক দিয়ে লিখি তা হলো -

Ans- ক্যালসিয়াম কার্বনেট।

Q-5.সোডিয়ামের যৌগ সোডিয়াম নাইট্রেট কে-

Ans- চিলির সল্টপিটার বলে।

Q-6.সোডিয়ামের কার্বনেট কে-

Ans- বেকিং পাউডার বলে।

Q-7.পারমাণবিক চুল্লিতে--

Ans- সোডিয়াম ধাতু সবচেয়ে বেশী পরিমাণে পাওয়া যায়।

Q-8.ঘরের ছাদ হিসেবে--

Ans- জিঙ্কের প্রলেপযুক্ত ইস্পাতের তৈরী চিট ব্যবাহৃত হয়।

Q-9. ভু-ত্বকে ---

Ans- অ্যালুমিনিয়াম ধাতু তাপ পরিবাহক হিসেবে ব্যবহৃত হয়।

Q-10.সীসা কাগজের উপর ঘষলে--

Ans- কালো দাগ পড়ে।

Q-11. যে লোহায় কার্বনের পরিমাণ.০৫ থেকে . এর মধ্যে তাকে---

Ans- ইস্পাত বলে। স্থায়ী চুম্বক তৈরীতে ইস্পাত ব্যবাহৃত হয়।

Q-12. কার্বনের পরিমানের উপর --

Ans- ইস্পাতের গুণাগুণ নির্ভর করে।

Q-13.ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম নিকেল মিশিয়ে যে বিশেষ ইস্পাত তৈরী হয়, --

Ans- তাকে স্টেইনলেস ষ্টিল বলে।

Q-14.দুই বা ততোধিক ধাতুর মিশ্রণে যে কঠিন পদার্থ তৈরী হয় তাকে--

Ans- সংকর ধাতু বলে।

Q-15. তামা দস্তা মিশ্রণে--

Ans- পিতল তৈরী হায়।

Q-16. তামা, দস্তা নিকেলের সংকর ধাতু --

Ans- জার্মান সিলভার।

Q-17. অ্যালুমিনিয়াম, কপার ম্যাগনেশিয়াম, এবং মাঙ্গানিজ এর মিশ্রণে তৈরী সংকর ধাতু --

Ans- ডুরালুমিন। এটি উড়োজাহাজ তৈরীতে ব্যবাহৃত হয়।

Q-18. তামা, দস্তা, এবং টিনের মিশ্রণে তৈরী সংকর ধাতু--

Ans- গান মেটাল, পূর্বে কামান তৈরীর কাজে ব্যবহৃত হত বলে এজন্য এটিকে গান মেটাল বলে।

Q-19. খনিজের সাথে যে সব অপদ্রব্য থাকে, সেগুলিকে--

Ans- --

Ans- খনিজ মল বা গ্যাং বলে।

Q-20.  পারদের সাথে অন্য যে কোন ধাতুর মিশ্রণে উৎপন্ন সংকর ধাতুকে

Ans- পারদ সংকর বা অ্যামাল গাম বলে।

Q-21.  অধাতু হওয়া সত্বেও যে মৌলটি বিজারকঃ

Ans- হাইড্রোজেন

Q-22. প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলঃ

Ans- ইউরেনিয়াম

Q-23. এভিকালচার মানেঃ

Ans- পাখি পালন বিদ্যা

Q-24. অগ্নি নির্বাপক খনিজ পদার্থঃ

Ans- এসবেসটস

Q-25. ব্রোমিনের বর্ণ

Ans- লাল

Q-26.ক্লোরিনের বর্ণ--

Ans- সবুজাভ হলুদ

 Q-27.সর্বপ্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেনঃ

Ans-মার্কনি

Q-28.ডিজিটাল ঘড়িতে যে অনুজ্জ্বল লেখা ফুটে উঠে তাঃ

Ans-LCD

Q-29.বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয়ঃ 

Ans-1940 সালে

Q-30.টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয়ঃ 

Ans-মৃদু রন্জন রশ্মি


Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments