BCS(Written/preli) Q/A General Knowledge (G.K BD Short Question with ans.) part-10

 

BCS(Written/preli) Q/A General Knowledge:



Q-01.খাসিয়া গ্রামগুলো কী নামে পরিচিত?

Ans.-পুঞ্জি

Q-02.র্ণালি শুভ্রা" কিসের জাত?

Ans.-উন্নত জাতের ভুট্টা

Q-03.বাংলাদেশের ডাক বিভাগে ডাক টাকা চালু হয় কবে?

Ans.-১১ডিসেম্বর ২০১৭ সালে।

Q-04.মুজিবনগর কোথায় অবস্থিত?

Ans.-মেহেরপুর জেলায়।

Q-05.৬দফা দাবী কোথায় উত্থাপিত হয়?

Ans.-লাহোরে।

Q-06.ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এর নাম কী?

Ans.-লর্ড মাউন্টব্যাটেন।

Q-07.মুক্তিযুদ্ধের সময় যশোর জেলা কত নং সেক্টরের অধীনে ছিল?

Ans.-৮নং সেক্টরে।

Q-08.বাংলাদেশ জাতি সংঘের কততম সদস্য?

Ans.-১৩৬তম

Q-09.বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কত সালে গঠিত হয়?

Ans.-১৯৭৩ সালে।

Q-10.মৌর্য গুপ্ত বংশের রাজধানী কোথায় ছিল?

Ans.-পাটলিপুত্রে

Q-11.বাংলার প্রথম স্বাধীন রাজা কে?

Ans.-রাজা শশাঙ্ক

Q-12..প্রথম মুসলিম বিজেতা কে?

Ans.-মুহম্মদ বিন কাশিম

Q-13.শাহ্ বাঙ্গালা"কার উপাধি?

Ans.-শামসুদ্দিন ইলিয়াস শাহ

Q-14.কবে ইউনেস্কো ২১শে ফব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেয়?

Ans.-১৭ নভেম্বর ১৯৯৯ সালে।

Q-15.গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বাধীনতারঘোষণাপত্র পাঠ করেন কে?

Ans.-অধ্যাপক এম.ইউসুফ আলী

Q-16.স্বাধীন বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র কবে স্বীকৃতি দেয়?

Ans.-৪এপ্রিল ১৯৭২ সালে।

Q-17..রাজবংশী নামক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোথায় বাস করে?

Ans.-রংপুর শেরপুরে।

Q-18.বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছে কতটি?

Ans.-৭টি

Q-19.বর্তমানে মোট উপজেলা কতটি?

Ans.-৪৯২টি।

Q-20."Product of the year-2018 কোন পণ্যটি?

Ans.-ওষুধ।

Q-21..বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয় কোথায়?

Ans.-দর্শনা-জগতি(কুষ্টিয়া)

Q-22.সংবিধান দিবস কত তারিখে?

Ans.- নভেম্বরে।

Q-23.মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুকে কোথায় আটক রাখা হয়েছিল?

Ans.- পাকিস্তানের মিয়াওয়ালি কারাগারে।

Q-24.বাংলাদেশের গভীরতম স্থান কোনটি ?

Ans.-চাঁদপুরে ডাকাতিয়া নদীর একটি খাড়ি (গভীরতা ৩৫ মি.)

Q-25.বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে ?

Ans.-দিনাজপুরের গোর শহীদ ঈদগাহ মাঠ 

Q-26.মুক্তিযুদ্ধের পর ভারতীয় সৈনরা কবে বাংলাদেশ ত্যাগ করেছিল ?

Ans.-১৭ মার্চ , ১৯৭২ 

Q-26.আম গাছকে কবে জাতীয় বৃক্ষ ঘোষণা করা হয়?

=Ans.-২০১০

Q-27.ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের প্রধান প্রকল্প A2I সহায়তা দিচ্ছে কোন সংস্থা ?

Ans.-UNDP USAID

Q-28.সম্প্রতি পাট থেকে পলিথিন আবিষ্কার করেছেন কোন বাংলাদেশি বিজ্ঞানী?

Ans.-. মোবারক আহমদ খান

Q-29. বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স কত ?

Ans.-১৮বছরের নিচে ১৪-১৮ কৈশোর

Q-30."আমি হিমালয় দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। - উক্তিটি কার ?

Ans.-ফিদেল ক্যাস্ট্রো।

Q-31. VAT দিবস-

Ans.-১০ ডিসেম্বর

Q-32.বাংলাদেশ - ভারত মৈত্রী চুক্তি হয় কবে ?

Ans.- ১৯ মার্চ , ১৯৭২

Q-33. লেটোস গান কোন অন্চলের ?

Ans.-ময়মনসিংহের

Q-34.জয় বাংলা বাংলার জয় - গানটির গীতিকার কে ?

Ans.-গাজী মাযহারুল আনোয়ার

Q-35.PATC -এর প্রধান পদবী কী ?

Ans.- রেক্টর

Q-36. বাংলাদেশের ৭ম পন্চ বার্ষিক পরিকল্পনার মেয়াদকাল কোনটি ?

Ans.-২০১৬-২০২০

Q-37.বাংলাদেশ সরকারের আয়ের সর্ববৃহৎ খাত বা অর্থনীতির প্রধান খাত কী ?

Ans.-VAT

Q-38.বাংলাদেশের আর্থিক বছর

Ans.- জুলাই - জুন

Q-39.বাংলাদেশ উন্নয়ন ফোরাম বা বাংলাদেশ এইড গ্রুপ প্রতিষ্ঠিত হয় কবে ?

Ans.-১৯৭৪

Q-40.বাংলাদেশ GSP এর আওতায় ইউরোপীয় ইউনিয়নে পোষাক রপ্তানিতে কত % শুল্ক সুবিধা পায় ?

Ans.- ১২.%

Q-41.বাংলাদেশের অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের সর্ববৃহৎ খাত কোনটি ?

Ans.- সেবা খাত

Q-42.বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম কী ?

Ans.- বাংলার দূত

Q-43.বীর শ্রেষ্ঠদের মধ্যে কতজন সেনাবাহিনীর ?

Ans.- ৩জন সিপাহি মোস্তফা কামাল , সিপাহি হামিদুর রহমান , ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর

Q-44.বাংলাদেশের সাবমেরিন ক্যাবল প্রকল্পটির কোন মন্ত্রাণালয়ের অধীনে ?

Ans.-ডাক যোগাযোগ প্রযুক্তি

Q-45.গণঅভূত্থান দিবস কবে ?

Ans.- ২৪ জানুয়ারী

Q-46."এক সাগর রক্তের বিনিময়ে" মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রটি পরিচালক কে ?

Ans.-আলমগীর কবির

Q-47.বাংলাদেশের এলিভেটেড এক্সপ্রেসওয়ে ( জয়দেবপুর- নারায়ণগন্জ) কত কি.মি.?

Ans.-৪৬.৭৩ কিঃ মিঃ

Q-48.জাতিসংঘ একুশে ফেব্রুযারীকে " আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় কবে ?

Ans.- ডি. , ২০০৮

Q-49.বাংলাদেশের ৩য় সমুদ্রবন্দর গভীর সমূদ্রবন্দ " পায়রা " কোথায় অবস্থিত ?

Ans.-কলা পাড়া , পটুয়াখালি

Q-50. দেশে বিভাগ = ৯টি

Q-51রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত লাইন বাজানো হয় ?

Ans.- লাইন

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments