BCS(Written/preli) Q/A Bangla (Short Question with ans.) part-09

 BCS(Written/preli) Q/A Bangla:



Q-01. সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়?

Ans.- ১৯২৬

Q-02. 'নতুন চাঁদ' কাব্যটির রচিয়তা কে?

Ans.- কাজী নজরুল ইসলাম

Q-03. জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

Ans.- ১৯৮৮

Q-04. 'রাণী খালের সাঁকো' কাব্যগ্রন্থের রচিতয়তা কে?

Ans.- আহসান হাবীব

Q-05. বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে খ্যাত কে?

[রাইসুল ইসলাম হৃদয়]

Ans.- সৈয়দ শামসুল হক

Q-06. বাংলা উপন্যাসের স্থপতি কে?

Ans.- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Q-07. 'কাশ বনের কন্যা' কোন জাতীয় রচনা?

Ans.- উপন্যাস

Q-08. কবর নাটকের উপজীব্য বিষয় কি?

Ans.- ভাষা আন্দোলন

Q-09. জহির রায়হান কত সালে জন্মগ্রহণ করেন?

Ans.- ১৯৩৫ সালের ১৯ আগস্ট

Q-10. 'খোয়াবনামা' উপন্যাসের রচিয়তা কে?

Ans.- আখতারুজ্জামান ইলিয়াস

Q-11. 'ঠিকানা' কবিতার রচিয়তা কে?

Ans.- আতোয়ার রহমান

Q-12. 'লাইলী মজনু' কাব্যের মূল উৎস কি?

Ans.- আরবীয় লোকগাঁথা

Q-13. পুঁথি সাহিত্য বলতে বুঝায়-

Ans.- ইসলামী চেতনা সম্পর্কিত সাহিত্য

Q-14. 'মেঘদূত' কাব্য কার রচনা?

Ans.- মহাকবি কালিদাস

Q-15. 'সিন্ধু-হিন্দোল' হল--

Ans.- প্রেমের কবিতা

Q-16. 'পদ্মাবতী' পুঁথি প্রথম সম্পাদনা করেন কে?

Ans.- . মুহম্মদ এনামুল হক

Q-17. ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত বাংলা বাংলা গ্রন্থের সংখ্যা কত?

Ans.- ১৩টি

Q-18. 'বনফুল' কাব্যটি প্রকাশিত হবার সময় রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলো-

Ans.- ১৫ বছর

Q-19. শিশু পত্রিকা 'আঙ্গুর' সম্পাদনা করেন কে?

Ans.- . মুহম্মদ শহীদুল্লাহ

Q-20. ঠাকুর মার ঝুলির রচিয়তা কে?

Ans.- শ্রী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

Q-21. আল মাহমুদ রচিত বিখ্যাত কথা সাহিত্য কোনটি?

Ans.- পানকৌড়ির রক্ত

Q-22.বাংলা কবিতায় আধুনিক কবিতার প্রবর্তক কে?

Ans.- মাইকেল মধুসূদন দত্ত

Q-23.দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?

Ans.- বিয়ে পাগলা বুড়ো

Q-24. মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের উৎস কি?

Ans.- রামায়ণ

Q-25. 'আবোল তাবোল' কে রচনা করেন?

Ans.- সুকুমার রায়

Q-26. বাংলা মৌলিক নাটকের সূত্রপাত হয় কখন?

Ans.- ১৮৫২ সালে

Q-27. সংশপ্তক কার রচনা?

Ans.- শহীদুল্লা কায়সার

Q-28. বাঙ্গালির ইতিহাস বইটির লেখক কে?

Ans.- নীহাররঞ্জন রায়

Q-29. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি?

Ans.- বসন্ত কুমারী

Q-30.'হুতোম- প্যাঁচার নকশা' রচিয়তা কে?

Ans.- কালীপ্রসন্ন সিংহ

Q-31. রবীন্দ্রনাথ নোবেল পুরুষ্কার পান কোন গ্রন্থের জন্য?

Ans.- song offerings

Q-32. চোখের বালি কোন ধরনের উপন্যাস?

Ans.- দ্বন্দ্বমূলক উপন্যাস

Q-33.ব্যথার দান হল-

Ans.- গদ্যকাব্য

Q-34. রাজলক্ষ্মী চরিত্রটি কোন উপন্যাসের?

Ans.- শ্রীকান্ত

Q-35. জয়যাত্রা কবিতাটির রচিয়তা কে?

Ans.- আব্দুল কাদির

Q-36. পূর্বাশার আলো কথাটির অর্থ কি?

Ans.- নতুন স্বপ্ন সম্ভাবনা

Q-37. কালকূট কোন লেখকের ছদ্মনাম?

Ans.- সমরেশ বসু

Q-38. বাংলা সাহিত্যে প্রাচীন যুগ শুরু হয় কোন রাজত্বকাল থেকে?

Ans.- পাল রাজত্বকাল

Q-39.রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন?

Ans.- বসন্ত

Q-40. হে দারিদ্র তুমি মোরে করেছ মহান

তুমি মোরে দানিয়াছ খ্রীস্টের সমান

কণ্টক মুকুট শোভা। ---- কোন কবির রচিয়তা ?

Ans.- কাজী নজরুল ইসলাম

Q-41 কপোতাক্ষ নদ কবিতায় যে সম্বোধনসূচক শব্দ ব্যবহার করা হয়েছে?

Ans.- হে নদ

Q-42.সুন্দর ব্যবহার একটি--

Ans.- প্রবন্ধ

Q-43.এটিকেট কথার অর্থ-

Ans.- মার্জিত আচরণ

Q-44.দুরন্ত পথিক কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে নেওয়া?

Ans.- রিক্তের বেদন

Q-45.নোলক কবিতাটি রচনা করেছেন?

Ans.- আল মাহমুদ

Q-46.চাঁদের অমাবস্যা কার রচনা?

Ans.- সৈয়দ ওয়ালিউল্লাহ

Q-47. শেষ বিকেলের মেয়ে উপন্যাসের লেখক কে?

Ans.- জহির রায়হান

Q-48.সেলিনা হোসেনের উপন্যাস

Ans.- পোকামাকড়ের ঘর বসতি

Q-49.খেলারাম খেলে যাউপন্যাসের রচয়িতা কে ?

Ans.- সৈয়দ শামসুল হক

Q-50. আলাউদ্দীন আল আজাদের উপন্যাস

Ans.- তেইশ নম্বর তৈল চিত্র(১৯৬০)

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.


Post a Comment

0 Comments