BCS(Written/Preli) Q/A (Bangla Grammar Short Question with ans.) part-07

 BCS(Written/Preli) Q/A(Bangla Grammar):



Q-01. প্রত্যয় কত প্রকার প্রকার

Q-02. প্রকৃত প্রত্যয় ব্যাকরণের কোন অংশের অালোচ্য বিষয় রূপতত্ত্ব

Q-03. '' দ্রাঘিমা '' দীর্ঘ + ইমন

Q-04. ক্রিয়াপদের মূল অংশকে বলে ধাতু

Q-05. অামি বাংলাদেশে বাস করি কর্তৃকারকে শূন্য

Q-06. রহিম ধোপাকে কাপড় ধুতে দিল কর্মকারকে দ্বিতীয়া

Q-07. জিজ্ঞাসিব জনে জনে কর্মে ৭মী

Q-08.বুলবুলিতে ধান খেয়েছে কর্তায় ৭মী

Q-09. অামাকে যেতে হবে কর্তায় ২য়া

Q-10. ভাইয়ে ভাইয়ে বেশ মিল কর্তায় ৭মী

Q-11. বাঘে - মহিষে এক ঘাটে জল খায় ব্যতিহার কর্তা

Q-12. শ্রদ্ধাবান লভে জ্ঞান অন্যে কভু নয় কর্তায় শূন্য

Q-13. সম্বোধন পদে যতি চিহ্ন বসে কমা

Q-14.. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় নাম প্রকৃতি

Q-15. মেধাবী মেধা + বীন

Q-16.সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মানব

Q-17. নয়ন নী + অন ( প্রত্যয়)

Q-18. মিশ্ + উক কৃৎ প্রত্যয়

Q-19. নাবালক শব্দে' না ' উপসর্গটি ফারসি

Q-20. লাপাত্তা শব্দের ' লা' উপসর্গটি অারবি ভাষা থেকে

Q-21.অজানা , বিপথ খাঁটি বাংলা উপসর্গ

Q-22. খাঁটি বাংলা উপসর্গ অজ

Q-23. নিমরাজি , বে- সামাল , হরেক বিদেশী উপসর্গ

Q-24. ধাতুর পর কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বুঝায় অাই

Q-25. বিভক্তিহীন নাম পদকে বলা হয় প্রাতিপদিক

Q-26. কারকের সম্বন্ধ কোন পদের সাথে ক্রিয়া

Q-27. বাড়ি বা রাস্তার নম্বরের পরে চিহ্ন বসে কমা

Q-28. বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক

Q-29. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন

Q-30. ধাতুর সঙ্গে যুক্ত প্রত্যয়কে বলে কৃৎ প্রত্যয়

Q-31.ধাতুর শেষে 'অন্ত 'প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয় বিশেষণ

Q-32. বগুড়ার চিনিপাতা দই সুস্বাদু কর্ম

Q-33. সর্বাঙ্গে ব্যথা , ঔষধ দিব কোথায় কর্ম কারকে শূন্য

Q-34. অারেফ বই পড়ে কর্মকারকে শূন্য

Q-35. শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে কর্মে সপ্তমী

Q-36.ছাত্ররা বল খেলে কর্মে শূন্য

Q-37. সত্য বই মিথ্যে বলবো না। এখানে বই অনুসর্গ

Q-38.বদমেজাজী শব্দের' বদ' উপসর্গটি ফারসি

Q-39.'' দশে মিলে করি কাজ' কর্তৃকারক

Q-40..'' জল পড়ে পাতা নড়ে'' কর্তায় প্রথমা

Q-41.উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে চিহ্ন বসে কোলন ড্যাস

Q-42. বাক্যে সেমিকোলন থাকলে থামতে হয় বলার দ্বিগুন সময়

Q-43.বাংলা ভাষায় তৎসম উপসর্গ ২০ টি

Q-44. অচিন শব্দের '' উপসর্গটি নঞর্থক অর্থে ব্যবহৃত


Q-45. খাঁটি বাংলা উপসর্গ ২১ টি

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments