BCS(Written/Preli) Q/A (Bangla Grammar Short Question with ans.) part-06

 

BCS(Written/Preli) Q/A(Bangla Grammar):



Q-1. শব্দ ধাতুর মূলকে বলে প্রকৃতি

Q-2. মশারি মশা + অরি

Q-3.শুক্রবার স্কুল বন্ধ কর্মে শূন্য

Q-4.এমন ছেলে অার দেখিনি কর্মে শূন্য

Q-5.ঘোড়া গাড়ি টানে কর্মকারক

Q-6. নেহাল অংকে কাঁচা কর্মে ৭মী

Q-7.গুনহীনে ত্যাগ কর কর্মে ৭মী

Q-8. যাকে উদ্দেশ্য করে ক্রিয়া সম্পাদিত হয় তাকে বলে কর্ম কারক

Q-9 .আমার গানের মালা আমি করব কারে দান কর্মে প্রথমা

Q-10.. ধাতুর পরে কৃৎ প্রত্যয় যোগ হয়ে যে শব্দ গঠিত হয় তাকে বলা হয় কৃদন্ত শব্দ

Q-11. মাধ্যমিক মাধ্যম + ষ্ণিক

Q-12. প্রান্তিক বিরাম চিহ্ন দাঁড়ি , প্রশ্ন চিহ্ন , বিস্ময় চিহ্ন।

Q-13.কোন বিরাম চিহ্নকে পদ সংযোগ চিহ্ন বলে হাইফেন।

Q-14. উদ্বৃতি চিহ্ন বসে সংলাপে

Q-15.উপসর্গের কাজ নতুন শব্দ গঠন করা

Q-16. শব্দের অাগে বসে উপসর্গ

Q-17. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য উপসর্গ থাকে সামনে প্রত্যয় থাকে পেছনে

Q-18. প্র, পরা, অপ সংস্কৃত উপসর্গ

Q-19. বিজ্ঞান শব্দে 'বি' উপসর্গটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে

Q-20. অপমান শব্দে 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত।

Q-21. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে পাঠক

Q-22. দোলনা দুল + না

Q-23.  '' যা কিছু হারায় গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর " -- হারায় প্রযোজ্য ধাতু

Q-24. '' নায়ক '' নৈ + অক

Q-25.' কমা ' অপেক্ষা বেশি বিরতির জন্য প্রয়োজন সেমিকোলন

Q-26. কোন ছেদ চিহ্নে থামার প্রয়োজন অাছে কমা

Q-27. উদ্ধৃতি চিহ্ন কত প্রকার দুই প্রকার

Q-28. ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় বিলুপ্ত বর্ণের জন্য

Q-29. পড়াশোনায় মন দাও কর্মকারকে ৭মী

Q-30. ডাক্তার ডাক কর্মকারকে শূন্য

Q-31. কমা বসে সম্বোধন পদের পর

Q-32. বাক্যে বিস্ময়সূচক চিহ্ন থাকলে থামতে হয় এক সেকেন্ড

Q-33.বিরাম চিহ্ন ব্যবহৃত হয় বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য

Q-34.দুটি পদের সংযোগস্থলে বসে হাইফেন

Q-35. বাক্যে পরিসমাপ্তি বোঝাতে চিহ্ন বসে দাঁড়ি/ পূর্ণচ্ছেদ

Q-36.. হৃদয়াবেগ প্রকাশ করতে চিহ্ন বসে বিস্ময়

Q-37.' মানব' শব্দে প্রকৃতি প্রত্যয় মনু + ষ্ণ

Q-38. 'মহিমা' শব্দে প্রকৃতি প্রত্যয় মহৎ + ইমন

Q-39. যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম বিভক্তি

Q-40. আমাদের একটি গল্প বলুন কর্মে ষষ্ঠী

Q-41. অামি বই পড়ি কর্মে প্রথমা

Q-42. বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q-43. তারিখ লিখতে যতি চিহ্ন ব্যবহার হয় কমা

Q-44. বাংলা ভাষায় যতি / ছেদ চিহ্ন ১২ টি

Q-45. বাক্যে দাঁড়ি থাকলে থামতে হয় এক () সেকেন্ড বিরতির প্রয়োজন

Q-46. মেছো মাছ + উয়া >

Q-47. লেখার সময় বিশ্রামের জন্য চিহ্ন ব্যবহার করি বিরাম চিহ্ন

Q-48 একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে লিখলে মাঝখানে চিহ্ন বসে সেমিকোলন

Q-49. বাংলা গদ্যে বিরাম চিহ্নের সুষ্ঠ ব্যবহার করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Q-50. বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ ২০ টি

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments