BCS(Written) Q/A Bangla (Short Question with ans.) part-04

 

BCS(Written) Q/A Bangla (Short Question with ans.):



Q-১০১ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের আবিষ্কারকের নাম কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শ্রী বসন্তরঞ্জন রায়। তাঁর উপাধি ছিল বিদ্বদ্বল্লভ

Q-১০২। মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলিম কবি কে? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ শাহ মুহম্মদ সগীর।

Q-১০৩ বৈষ্ণব পদাবলির দুজন পদকর্তার নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিদ্যাপতি জ্ঞানদাস।

Q-১০৪। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের।

Q-১০৫ প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বীরবল।

Q-১০৬ মুনীর চৌধুরীর দুটি নাটকের নাম কী কী? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রক্তাক্ত প্রান্তর দণ্ডকারণ্য।

Q-১০৭ অশ্রুমালা কাব্যের রচয়িতা কে? [২৫ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কায়কোবাদ। তাঁর আসল নাম মুহম্মদ কাজেম আল কোরায়শী।

Q-১০৮ চর্যাপদ কে কখন কোথা থেকে আবিষ্কার করেন? [২৭, ২৮, ৩৩, ৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৯০৭ সালে . হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন।

Q-১০৯ বাংলা মঙ্গল কাব্যধারার দুজন বিখ্যাত কবির নাম কী কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তী রায়গুণাকর।

Q-১১০ ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে স্থাপিত হয়? [২৭, ২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮০০ সালে।

Q-১১১ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত কাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)

Q-১১২ বিষাদসিন্ধু কার লেখা? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মীর মশাররফ হোসেন। এটি প্রকাশিত হয় ১৮৬৯ সালে।

Q-১১৩ রবীন্দ্রনাথ কত সালে কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ১৯১৩ সালে গীতাঞ্জলীর ইংরেজি অনূদিত গ্রন্থ Song Offerings এর জন্য।

Q-১১৪ নীল দর্পণ নাটকটি কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দীনবন্ধু মিত্র। তাঁর বিখ্যাত প্রহসন বিয়ে পাগলা বুড়ো

Q-১১৫ কাজী নজরুলের জন্ম সাল মৃত্যু সাল কত কত? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জন্ম : ২৫ মে, ১৮৯৯ ইং, ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বাং। মৃত্যু : ২৯ আগস্ট ১৯৭৬ ইং, ১২ ভাদ্র ১৩৮৩ বাং

Q-১১৬ অবরোধবসিনী কে লিখেছেন? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়া হোসেন।

Q-১১৭ কায়কোবাদের আসল নাম কী? তাঁর বিখ্যাত মহাকাব্যের নাম কী? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আসল নাম কাজেম আল কোরায়শী। তাঁর বিখ্যাত মহাকাব্য হল মহাশ্মশান

Q-১১৮ বাংলাদেশের প্রধান দুজন কবি কে কে? [২৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি শামসুর রহমান বেগম সুফিয়া কামাল।

Q-১১৯ মনসা মঙ্গল কাব্যের উদ্ভবের প্রেক্ষপট কী? [২৮ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দেবী মনসার গুণকীর্কন করা।

Q-১২০ চর্যাপদ কোন ধর্মের? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বৌদ্ধ সহজিয়া ধর্ম।

Q-১২১ বীরবলী গদ্যের শ্রষ্ঠা কে? [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রমথ চৌধুরী।

Q-১২২ অ্যাবসার্ড নাটক কী [২৯ তম বিসিএস লিখিত]

উত্তরঃ অদ্ভুত, অলীক বা বিদ্রুপাত্মক নাটক।

Q-১২৩ চর্যাপদের পদকর্তা কতজন? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ২৪ জন। কাহ্নপা সবচেয়ে বেশি ১৩ টি পদ রচনা করেছেন।

Q-১২৪ বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে কোন সময়কে? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১২০০ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে।

Q-১২৫ সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রকাশকাল কত সাল? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ প্রমথ চৌধুর। প্রকাশকাল ১৯১৪ সাল।

Q-১২৬ ধূসর পাণ্ডুলিপ কাব্য কে রচনা করেছেন? [ ৩০ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

Q-১২৭ মনসামঙ্গল কাব্যের প্রধান কবি কে? [ ৩১ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিজয় গুপ্ত।

Q-১২৮ সান্ধ্য ভাষা কাকে বলে? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলে।

Q-১২৯ পাখির কাছে ফুলের কাছে কার রচনা? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি আল মাহমুদ।

Q-১৩০ গ্রিক ট্রাজেডি ইডিপাস’’ বাংলায় অনুবাদ করেন কে? [ ৩২ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সৈয়দ আলী আহসান।

Q-১৩১ বাংলা গদ্যের জনক কে? [ ৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

Q-১৩২ অবসরের গান কবিতাটি কে রচনা করেছেন? [৩৩ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জীবনানন্দ দাস।

Q-১৩৩ বাংলা লিপির উৎস কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ব্রাহ্মী লিপি।

Q-১৩৪ মোসলেম ভারত পত্রিকার সম্পাদক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মোজাম্মেল হক (১৯২০)

Q-১৩৫ চণ্ডীদাস সমস্যা কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ চণ্ডীদাসের আবির্ভাবের স্থান কাল নিয়ে মতভেদ।

Q-১৩৬ বাংলা সাহিত্যে ভোরের পাখি কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী।

Q-১৩৭ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আসল নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

Q-১৩৮ ঈশ্বরচন্দ্র কোন প্রতিষ্ঠান থেকে বিদ্যাসাগর উপাধি পান? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ সংস্কৃত কলেজ থেকে।

Q-১৩৯। বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাসের নাম কী? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আনন্দ মঠ, দেবীচৌধুরাণী সীতারাম।

Q-১৪০ বাংলাদেশে প্রথম কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ ১৮৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা যন্ত্র প্রতিষ্ঠিত হয়?

Q-১৪১ মজলুম আদিব কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ কবি শামসুর রহমান মজলুম আদিব বা বিপন্ন লেখক ছদ্মনামে লিখতেন।

Q-১৪২ পৃথক পলঙ্ক গ্রন্থের লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আবুল হাসান।

Q-১৪৩ বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস এর লেখক কে? [৩৪ তম বিসিএস লিখিত]

উত্তরঃ আহমদ ছফা।

Q-১৪৪ ব্রজবুলি কী? [৩৬ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মৈথিলী বাংলা ভাষার মিশ্রনে গঠিত কৃত্রিম কবিভাষাকে ব্রজবুলি বলে।

Q-১৪৫ মুক্তিযুদ্ধ ভিক্তিক উপন্যাসের নাম কী? [৩৬ তম বিসিএস লিখিত]

উত্তরঃ জাহান্নাম হইতে বিদায়শওকত ওসমান, রাইফেল রোটি আওরাতআনোয়ার পাশা, গোল্ডেন এজতাহমিমা অনাম, আগুনের পরশমণিহুমায়ূন আহমেদ।

Q-১৪৬ দ্বিরুক্ত শব্দ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন। বাংলা ভাষায় কোনো শব্দের পরপর দুইবার প্রয়োগকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন: কন কন, ভন ভন, শন শন।

Q-১৪৭ অব্যয় পদ কাকে বলে? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ যার ব্যয় বা পরিবর্তন হয় না, অর্থায় যা অপরিবর্তনীয় শব্দ তাই অব্যয়। যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সয়যোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। যেমন: আর, আবার, , হ্যাঁ, না, যদি, যথা, আলবত, বহুত।

Q-১৪৮ রোসাঙ্গ রাজসভা কোথায় অবস্থিত ছিলো? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ মিয়ানমার বা বার্মায় অবস্থিত ছিলো। রোসাঙ্গ রাজসভা হচ্ছে আরাকান রাজসভার সংস্কৃত নাম।

Q-১৪৯ রোসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ কেন?[৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ রোসাঙ্গ রাজসভা বা আরাকান রাজসভায় বা সাহিত্য চর্চা হতো তাই এটি বাংলা সাহিত্যের জন্য গুরুত্বপূর্ণ।

Q-১৫০ অন্ধকার যুগের সাহিত্যের নিদর্শন কী কী? [৩৭ তম বিসিএস লিখিত]

উত্তরঃ অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য হলো, রামাই পণ্ডিত রচিত শূন্যপুরাণ এবং হলায়ুধ মিত্র রচিত সেক সুভদয়া।


Please  like,comments,share & following

            More Practice....

                                      Have  stay with Us.

 

Post a Comment

0 Comments