১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়)/12th NTRCA School Preliminary Question with Answer

 ১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (12-06-2015)


Exam Date: (12-06-2015)

Marks=100 (mcq)

Bangla-25

English-25

General Knowledge/ICT/General Science-25

General Math-25

সকল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা(৬-১৮তম) প্রভাষক /স্কুল/স্কুল-২ পর্যায়ের সমাধান

English

1.Tawfiq went to library with a view to _______.

A)read a book

B)reads a book

C)reading a book

D)buy some books

উত্তরঃC


2.Hardly had we reached school _____.

A)when the bell rang

B)than the bell rang

C)the bell rang

D)after the bell ringing

উত্তরঃA


3.Though he is poor, _____.

A)he is honest

B)but he is honest

C)and he is honest

D)but he was honest

উত্তরঃA


4.The adverb form of 'heart' is______

A)heart

B)hearten

C)heartly

D)heartily

উত্তরঃD


5.Verb form of the word'danger' is_____

A)dangerous

B)danger

C)dangerously

D)endanger

উত্তরঃD


6.Noun form of the word 'Long' is_____

A)length

B)longer

C)longest

D)lengthen

উত্তরঃA


7.The padma is one of the biggest revers in Bangladesh.(possitive)

A)Very few river in Bangladesh is as big as the padma

B)Very few rivers in Bangladesh are as big as the padma

C)No other river in Bangladesh is so big as the padma

D)No other rivers in Bangladesh are as big as the padma

উত্তরঃB


8.Every mother loves her child.(Negative)

A)There is no mother but loves her child

B)Every mother cannot but loves her child

C)No mother loves her child

D)There is no mother loving her child

উত্তরঃA


9.Without working hard you cannot shine in life.(Make it complex sentence)

A)In spite of working hard, you cannot shine in life

B)Though he works hard,he cannot shine in life

C)Unless you work hard,you cannot shine in life

D)Unless you do not work hard,you can,t shine in life

উত্তরঃC


10.If you wanted,I(help)you.

A)helped

B)would help

C)will help

D)can help

উত্তরঃB


11.They arrived here after you(left).

A)had left

B)left

C)will leave

D)Leave

উত্তরঃA


12.Let the sentence be (pen) through.

A)pen

B)penning

C)pened

D)Penned

উত্তরঃD


13.A____in time saves nine.

A)stick

B)strict

C)stitch

D)Stich

উত্তরঃC


14.The man was ____for murder.

A)hung

B)hang

C)hanged

D)Hangged

উত্তরঃC


15.He speaks as if he _____a mad.

A)were

B)is

C)has been

D)had been

উত্তরঃA


16.The synonym of the word'witty' is _____

A)clever

B)dull

C)boring

D)Tedious

উত্তরঃA


17.The synonym of the word 'cordial' is _____

A)hostile

B)unfriendly

C)meek

D)Amiable

উত্তরঃD



18.The antonym of the word 'adverse' is _____

A)hostile

B)negative

C)favourable

D)unfavourable

উত্তরঃC


19.The antonym of the word 'flexible' is_____

A)hard

B)elastic

C)changeable

D)Ductile

উত্তরঃA


20._____he is coming today.

A)At length

B)Ten to one

C)At large

D)All in all

উত্তরঃB


21.You'll fail in the exam,if you ___from school.

A)Take to task

B)put off

C)Put out

D)Play truant

উত্তরঃD


22.He ____pleased us all.

A)slow coach

B)silver spoon

C)maiden speech

D)weal and woe

উত্তরঃC


23.আমি তোমাকে খাওযাবো।

A)I shall eat you

B)I shall feed you

C)I shall be eating you

D)I shall give you a party

উত্তরঃB


24.সে আমার আপন ভাই।

A)He is my brother

B)He is my step brother

C)He is my elder brother

D)He is my own brother

উত্তরঃA


25.আমার লিখিবার কলম নাই।

A)I have no pen to write

B)I have no writing pen

C)I have no pen to write with

D)I have no pen for writing

উত্তরঃC


বাংলা

1.সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোনরূপে বিদ্যমান ?

A)আঞ্চলিক

B)উপভাষা

C)লেখ্য

D)কথ্য

উত্তরঃC


2.ভাষার মৌলিক অংশ কয়টি ?

A)তিনটি

B)চারটি

C)পাঁচটি

D)ছয়টি

উত্তরঃB


3.একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে ?

A)হাইফেন

B)ড্যাস

C)কোলন ড্যাস

D)কোলন

উত্তরঃD


4.কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে ?

A)তুণসী বনের বাঘ

B)বিড়াল তপস্বী

C)ভিজা বিড়াল

D)বকধার্মীক

উত্তরঃC


5.‘চক্ষুদান’ করা বাগধারার অর্থ কী ?

A)চুরি করা

B)সেবা করা

C)অপরাধ করা

D)নষ্ট করা

উত্তরঃA


6.নিচের কোন বানানটি শুদ্ধ ?

A)অত্যাধিক

B)অদ্যাপি

C)আদ্যাক্ষর

D)আবিস্কার

উত্তরঃB


7.নিচের কোন বানানটি শুদ্ধ ?

A)কেবল মাত্র তুমি যাবে

B)এতে আশ্চর্য হলাম

C)বিবিধ জিনিস কিনলাম

D)এ সংবাদে সন্তোষ হলাম

উত্তরঃC


8.অনুবাদে পারদর্শিতা মূলত কিসের ওপর নির্ভরশীল ?

A)অভ্যাসের

B)পড়াশুনার

C)ভাষান্তরের

D)নির্ধারণের

উত্তরঃC


9.He is out of luck- এর অর্থ কী ?

A)সে ভাগ্য হারিয়েছে

B)সে ভাগ্যহারা

C)তার পোড়া কপাল

D)সে ভাগ্যের বাইরে

উত্তরঃC

10.‘বনস্পতি’ শব্দের সন্ধি- বিচ্ছেদ কোনটি ?

A)বনঃ+ পতি

B)বন্+পতি

C)বনস+ পতি

D)বন+পতি

উত্তরঃB


11.কোনটি স্বরসন্ধির উদাহরণ ?

A)হিমালয়

B)অহরহ

C)সংসার

D)বনস্পতি

উত্তরঃA


12.‘আকাশে চাদ উঠেছে’ - এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ ?

A)ভাবাধিকরণ

B)ঐকদেশিক অধিকরণ

C)কালাধিকরণ

D)বৈষয়িক

উত্তরঃB


13.‘জিজ্ঞাসিব জনে জনে’- এখানে ‘জনে জনে’ কোন কারকে কোন বিভক্তি ?

A)করণে ৭মী

B)কর্মে ৭মী

C)অপাদানে ৭মী

D)অধিকরণে ৭মী

উত্তরঃB


14.পূর্বপদ প্রধান সমাস কোনটি ?

A)দ্বন্দ্ব

B)অব্যয়ীভাব

C)তৎপুরুষ

D)বহুব্রীহি

উত্তরঃB


15.কোনটি নিত্য সমাস ?

A)কলেছাঁটা

B)ভবনদী

C)জয়ধ্বনি

D)জলমাত্র

উত্তরঃD


16.নিচের কোনটি প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ ?

A)জেলেনী

B)সভানেত্রী

C)বাঁদী

D)পেত্নী

উত্তরঃA



17.‘শৈশব’ এর প্রকৃতি- প্রত্যয় কোনটি ?

A)শিশু+ ষ্ণ

B)শিশু+ষ্ণ্য

C)শিশু+শব

D)শৈ+শব

উত্তরঃA


18.নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?

A)ডাইনী

B)সম্রাজ্ঞী

C)মানুষ

D)সভানেত্রী

উত্তরঃA


19.‘মরদ’ -এর বিপরীত লিঙ্গ কোনটি ?

A)মর্দ

B)জেনানা

C)জেনানী

D)মরদী

উত্তরঃB


20.‘খাতক’ - এর বিপরীত শব্দ কোনটি ?

A)ঘাতক

B)স্বজন

C)মহাজন

D)কুজন

উত্তরঃC



21.‘হাতি’ এর সমার্থক শব্দ কোনটি ?

A)করী

B)ফণী

C)তনু

D)কর

উত্তরঃA


22.নষ্ট হওয়া সভাব যার- এক কথায় কি বলে ?

A)নশ্বর

B)অবিনশ্বর

C)নষ্ট স্বভাব

D)বিনষ্ট

উত্তরঃA


23.‘সাপের খোলস’- বাক্য সংকোচন কি হবে ?

A)প্লাবক

B)উরগ

C)নির্মোক

D)কৃত্তি

উত্তরঃC


24.‘কমা’ কোথায় বসে ?

A)বাক্যের মাঝে কোন পদ ব্যাখ্যা করার জন্য

B)প্রশ্ন বোঝানোর জন্য

C)সম্বোধন পদের জন্য

D)কোন অপূর্ণ বাক্যের জন্য

উত্তরঃC


25.কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য ‘ষ’ হয় না ?

A)সাৎ

B)সা

C)ষ্ণে

D)ষ্ণিক

উত্তরঃA


সাধারণ জ্ঞান

1.বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত ?

A)২০৩ সে. মি.

B)২০৫ সে. মি.

C)২০৭ সে. মি.

D)২০৯ সে. মি.

উত্তরঃA


2.পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি ?

A)মেসোপটেমিয় সভ্যতা

B)সুমেরীয় সভ্যতা

C)মিশরীয় সভ্যতা

D)অ্যাসেরীয় সভ্যতা

উত্তরঃA


3.বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলার অবস্থিত ?

A)হাতিবান্ধা

B)পাটগ্রাম

C)চিলমারী

D)ভূরুঙ্গামারী

উত্তরঃB


4.২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে ?

A)ইউএনডিপি

B)ইউনেস্কো

C)ইউএনএফপিএ

D)আইএলও

উত্তরঃB


5.গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের গান ?

A)ময়মনসিংহ

B)রংপুর

C)চাঁপাইনবাবগঞ্জ

D)দিনাজপুর

উত্তরঃC


6.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন____

A)৯ জানুয়ারি ১৯৭২

B)১০ জানুয়ারি ১৯৭২

C)১১ জানুয়ারি ১৯৭২

D)১২ জানুয়ারি ১৯৭২

উত্তরঃB


7.FAO- এর সদর দপ্তর কোথায় ?

A)নিউইয়র্ক

B)ম্যানিলা

C)রোম

D)জেনেভা

উত্তরঃC


8.ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম ?

A)পোলান্ড

B)সুইডেন

C)তুরস্ক

D)জাপান

উত্তরঃD


9.মালিয়েশিয়ায় ব্যবহৃত মুদ্রার নাম কি ?

A)রুপি

Bপেসো

C)রিংগিট

D)রুবল

উত্তরঃC


10.স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে ?

A)১০ এপ্রিল ১৯৭২

B)১৭ এপ্রিল ১৯৭১

C)১৮ এপ্রিল ১৯৭১

D)১০ এপ্রিল ১৯৭১

উত্তরঃD


11.আমিষ বেশি আছে কোনটিতে ?

A)মুগ ডাল

B)মসুর ডাল

C)খাসির মাংশ

D)ইলিশ মাছ

উত্তরঃB


12.মহামান্য রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ?

A)১৯ তম

B)২০ তম

C)২১ তম

D)২২ তম

উত্তরঃB


13.বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে ?

A)১৯৬০ সালে

B)১৯৫২ সালে

C)১৯৫৫ সালে

D)১৯৫৪ সালে

উত্তরঃC


14.১১ তম বিশ্বকাপ ক্রিকেট চ্যাম্পিয়ন দল কোনটি ?

A)অস্ট্রেলিয়া

B)নিউজিল্যান্ড

C)ভারত

D)শ্রীলংকা

উত্তরঃA


15.ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি ?

A)ফ্যাদোমিটার

B)ট্রান্সমিটার

C)ক্রেসকোগ্রাফি

D)সিসমোগ্রাফ

উত্তরঃD


16.‘সাবাস বাংলাদেশের’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?

A)রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

B)ঢাকা বিশ্ববিদ্যালয়ে

C)টি এস সি মোড়ে

D)জয়দেবপুরে

উত্তরঃA


17.নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন ?

A)১৯৯০ সালে

B)১৯৯১ সালে

C)১৯৯২ সালে

D)১৯৯৩ সালে

উত্তরঃD


18.কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?

A)হামিদুর রহমান

B)শামীম শিকদার

C)আমিনুল ইসলাম

D)নিতুন কুন্ডু

উত্তরঃA


19.বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে ?

A)৫ জুন

B)২৩ জুন

C)১৮ জানুয়ারি

D)২৫ ডিসেম্বর

উত্তরঃA


20.কোন দেশের ভারসম্য রক্ষার জন্য সেই দেশের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন ?

A)শতকরা ২০ ভাগ

B)শতকরা ২৫ ভাগ

C)শতকরা ৩০ ভাগ

D)শতকরা ৩৫ ভাগ

উত্তরঃB


21.বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি ?

A)২ টি

B)৩ টি

C)৪ টি

D)৬ টি

উত্তরঃC


সাধারণ বিজ্ঞান

1.কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয় ?

A)ভিটামিন এ

B)ভিটামিন বি

C)ভিটামিন সি

D)ভিটামিন ডি

উত্তরঃC


2.কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ?

A)ব্রোমিন

B)পারদ

C)সীসা

D)ক্রোমিয়াম

উত্তরঃB


3.সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয় ?

A)অক্সিজেন

B)নাইট্রোজেন

C)হাইড্রোজেন

D)হিলিয়াম

উত্তরঃB


4.এপিকালচার বলতে কি বোঝায় ?

A)মৎস্য চাষ

B)রেশম চাষ

C)মৌমাছি চাষ

D)বৃক্ষ চাষ

উত্তরঃC


গণিত


1.আয়াতাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ?

A)৪০ ও ৫২

B)৪০ ও ২৮

C)৪২ ও ৩২

D)৩৮ ও ৩৬

উত্তরঃB


2.প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় ২৫ । প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গড় ৩০ হলে , তৃতীয় সংখ্যাটি কত ?

A)২৫

B)৪০

C)৯০

D)৫০

উত্তরঃB


3.একটি খাড়া খুঁটি মাটি থেকে ৩ মিটার ওপরে ভেঙ্গে বিচ্ছিন্ন না হয়ে অন্যপ্রান্ত ভূমিতে ৪ মিটার দূরত্বে স্পর্শ করলে খুঁটির উচ্চতা কত ?

A)৫ মিটার

B)৮ মিটার

C)৭ মিটার

D)৯ মিটার

উত্তরঃB


4.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দের্ঘ্য কত ?

A)১২ মিটার

B)৯ মিটার

C)৬ মিটার

D)৩ মিটার

উত্তরঃC


5.পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে ৫, ১০, ১৫, ২০ ও ২৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল, কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে ?

A)৫ মিনিট

B)৬ মিনিট

C)৪ মিনিট

D)৬ ঘন্টা

উত্তরঃA


6.দুটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে, তাদের গ.সা.গু কত ?

A)২

B)৪

C)১

D)৩

উত্তরঃD


7.শতকরা বার্ষিক ১২ টাকা হারে ৬০০ টাকার ৬ মাসের সুদ কত ?

A)২৪ টাকা

B)৩৬ টাকা

C)৪৮ টাকা

D)৬০ টাকা

উত্তরঃB


8.১০০ টাকায় ১৫ টি কমলা ক্রয় করে, ১০০ টাকায় ১২ টি কমলা বিক্রয় করলে, শতকরা কত লাভ বা ক্ষতি হবে ?

A)২০% ক্ষতি

B)২০% লাভ

C)২৫% ক্ষতি

D)২৫% লাভ

উত্তরঃD


9.৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে, মূলধন কত ?

A)৬২৫ টাকা

B)৪২৫ টাকা

C)৩২৫ টাকা

D)৫২৫ টাকা

উত্তরঃA


10.একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি, ত্রিভুজটির ক্ষেত্রফল 810 বর্গ সেমি হলে, এর উচ্চতা কত ?

A)27 সেমি

B)28 সেমি

C)25 সেমি

D)24 সেমি

উত্তরঃA


11.সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে_____

A)আয়তক্ষেত্র

B)রম্বস

C)ট্রাপিজিয়াম

D)বর্গক্ষেত্র

উত্তরঃA


12.বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে ?

A)৪

B)৯

C)১২

D)১৬

উত্তরঃB


13. a=√6+√5 (a6−1)/a3  এর মান কত?

A)45√5

B)47√6

C)46√5

D)43√5

উত্তরঃC


14. log x(1/16)=−2  হলে, x এর মান কত?

A)3

B)5

C)4

D)6

উত্তরঃC


15. যদি a3−b3=513 এবং a−b=3 হয়, তবে ab এর মান কত?

A)54

B)35

C)45

D)55

উত্তরঃA


16. 5log(3)-log(9)= কত?

A)log8

B)log27

C)log5

D)log10

উত্তরঃB


17. x3+6x2y+11xy2+6y3 এর বুৎপাদক বিশ্লেষণ কোনটি?

A)(x+y)(x+3y)(x+5y)

B)(x+y)(x+2y)(x+3y)

C)(x+y)(x+4y)(x+3y)

D)(x-y)(x+y)(x+2y)

উত্তরঃB


18. a এর মান কত হলে 9−12x+aX2 একটি পূর্ণবর্গ রামি হবে?

A)8

B)6

C)1

D)4

উত্তরঃD


19. (√3)(x+1)=(3√3)(2x−1)এর সমাধান কত?

A)4

B)5

C)6

D)7

উত্তরঃB


20. 9x2+16y2 এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে?

A)6 xy

B)12xy

C)24xy

D)144xy

উত্তরঃC


21.নিচের তথ্যগুলো লক্ষ্য করুন- i) বৃত্তে স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের ওপর লম্ব ii) অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ iii) বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী

A)i ও ii

B)i) ও iii

C)ii ও iii

D)i, ii ও iii

উত্তরঃD


22. একটি ΔABC এ BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো, যেখানে ∠A=45°,∠B=60° হলে ∠ACD?

A)90°

B)120°

C)105°

D)160°

উত্তরঃC


23.সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তবে ক্ষেত্রফল হবে-

A)(√3/2)a

B)(√3/2)a2

C)(√3/4)a2

D)(√3/2)a2

উত্তরঃC


24.একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ঐ রেখাংশের এক- তৃতীয়াংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কতগুণ?

A)1/9 গুন

B)1/3 গুন

C)9 গুন

D)3 গুন

উত্তরঃC


25. PQRS সামান্তরিকের ∠P=100° তাহলে ∠Q মান কত?

A)120°

B)100°

C)90°

D)80°

উত্তরঃD


সকল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা(৬-১৮তম) প্রভাষক /স্কুল/স্কুল-২ পর্যায়ের সমাধান

সকল শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা(৬-১৮তম) প্রভাষক /স্কুল/স্কুল-২ পর্যায়ের সমাধান



#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল

#১২  তম নিবন্ধন পরীক্ষার প্রশ্ন

#12th NTRCA School Preliminary Question with Answer

#Full Question Solution 12th NTRCA

#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ও সমাধান স্কুল ও কলেজ 

#Solution to NTRCA Questions

#12th NTRCA Question Solution College Level

#১০-১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক PDF 

#শিক্ষক নিবন্ধন প্রশ্নব্যাংক PDF। NTRCA Question Bank


#১৩ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান

#১১ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান

#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান স্কুল পর্যায় ২

#১২ তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রশ্ন

#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফল

#১২ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার

#১০ তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন সমাধান

#১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন সমাধান



Post a Comment

0 Comments