জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (বাংলা)

 


জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো || অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (30-09-2023)



বাংলা

1.সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী?

A)গানের কলিতে

B)কবিতায়

C)নাটকের সংলাপে

D)গল্পের বর্ণনায়

2.'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের ইংরেজী অনুবাদক কে?

A)প্রফেসর সালাউদ্দিন আহমেদ

B)প্রফেসর এম এন সিদ্দীক

C)প্রফেসর শামসুল হুদা

D)প্রফেসর ফকরুল আলম

3.রাষ্ট্রভাষা আন্দোলনের প্রথম সাহিত্য সংকলন 'একুশে ফেব্রুয়ারি' কে সম্পাদনা করেন?

A)শামসুর রাহমান

B)হাসান হাফিজুর রহমান

C)সৈয়দ শামসুল হক

D)আলাউদ্দিন আল আজাদ

4.নিচের কোনটি 'আপনার একান্ত' অভিব্যক্তিটির ইংরেজি ?

A)Yours truly

B)Yours obediently

C)Yours sincerely

D)None of the above

5.ব্যাঙের আধুলি-

A)অসম্ভব ব্যাপার

B)সামান্য অর্থ

C)সুসময়ের বন্ধু

D)প্রাচীন বস্তু

6.' উষ্ণ' শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?

A)ষ্+ণ

B)ষ+ঞ

C)ষ+ন

D)শ+ও

7.কোন বানানটি সঠিক?

A)স্বায়ত্তশাসন

B)স্বায়ত্ত্বশাসন

C)সায়ত্ত্বশাসন

D)সায়ত্তশাসন

8.'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে ?

A)সিকান্দার আবু জাফর

B)নজরুল ইসলাম বাবু

C)গোবিন্দ হালদার

D)গাজী মাজহারুল আনোয়ার

9.বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি?

A)১০টি

B)১১টি

C)৮টি

D)৯টি

10.'যতই করিবে দান, ততই যাবে বেড়ে'- এটি কোন ধরনের বাক্য?


A)জটিল

B)সরল

C)যৌগিক

D)বিবৃতিমূলক

11.নীরব' শব্দের সন্ধি বিচ্ছেদ কী হবে?

A)নিঃ+রব

B)নীরঃ+ব

C)নীঃ+রব

D)নৈ+রব

12.'আমি অদ্য এ কার্যালয়ে যোগদান করেছি' - বাক্যে কোন শব্দটি ভুল ভাষা রীতিতে ব্যবহৃত হয়েছে? 

অদ্য

করেছি

যোগদান

13.'ছন্দের যাদুকর' কাকে বলা হয়?

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

দ্বিজেন্দ্রলাল রায়

সত্যেন্দ্রনাথ দত্ত

14.বাংলা কবিতায় অমিত্রাক্ষর ছন্দ কে প্রবর্তন করেন?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

সৈয়দ শামসুল হক

শামসুর রাহমান

মাইকেল মধুসুদন দত্ত

15.কোন বাগধারাটি দিয়ে 'আগ্রহ' বুঝায়?

মাথা খাওয়া

মাথা দেওয়া

মাথা ব্যথা

হাতে হাতে

16.বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তারিখ কোনটি?

২২ শ্রাবণ

১১ জ্যৈষ্ঠ

২৫ বৈশাখ

১২ জ্যৈষ্ঠ

17.নীচের কোনটি শুদ্ধ বানান?

মহর্ষী

মহর্ষি

মহর্সি

মহর্শি

18.বাংলা স্বরবর্ণ কয়টি?

আটত্রিশটি

বারোটি

এগারটি

উনত্রিশটি

19.আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে?

শামসুর রাহমান

আলতাফ মাহমুদ

আব্দুল গাফফার চৌধুরী

মাহবুব আলম

20.'উপযুক্ত' শব্দের অর্থ কী? 

উপযুক্ত

উপরের

উপরে উল্লিখিত

কোনটিই নয়


Post a Comment

0 Comments