BCS(Written/preli) Q/A General Science (General Science Short Question with ans.) part-22

 BCS(Written/preli) Q/A General Science:



01.প্রশ্ন: বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ?

Ans-রাজ কাঁকড়া .

02.প্রশ্ন: উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ?

Ans-Cycas .

03.প্রশ্ন: জীব বিজ্ঞানের জনক কে ?

Ans-এরিস্টটল .

04.প্রশ্ন: কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ?

Ans-শুশুক .

05.প্রশ্ন: ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ?

Ans-ডলি .

06.প্রশ্ন: সবচেয়ে বড় কোষ কোনটি ?

Ans-উট পাখির ডিম .

07.প্রশ্ন: ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ?

Ans-মাছ .

08.প্রশ্ন: তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ?

Ans-কেঁচো .

09.প্রশ্ন: সাদা রক্তের বা বর্ণহীন রক্তের প্রাণী কোনটি ?

Ans-তেলাপোকা .

10.প্রশ্ন: প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ?

Ans-মাইটোকন্ড্রিয়া

11.প্রশ্ন: প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ?

Ans-কেঁচো .

12প্রশ্ন: বাদুর রাতের বেলা চলাচল করে কিভাবে ?

Ans-আল্ট্রাসনিক সাউন্ড এর মাধ্যমে .

13.প্রশ্ন: জীবাণু বিদ্যার জনক কে ?

Ans-ভন লিউয়েন হুক .

14.প্রশ্ন: পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ?

Ans-বামন চিকা .

15.প্রশ্ন: সবচেয়ে বড় ফুল কোনটি ?

Ans-র্যাফোসিয়া আরনন্ডি

16.প্রশ্ন: শরীর বিদ্যার জনক কাকে বলা হয় ?


Ans-উইলিয়াম হার্ভে .

17.প্রশ্ন: হাঙ্গরের হৃদপিন্ডের প্রকোষ্ট  

Ans- টি 

18.প্রশ্ন: তেলাপোকার রক্তের রং 

Ans-বর্ণহীন 

19.প্রশ্ন: মাছ পানিতে ভাসা নিয়ন্ত্রণ করে  

Ans-দেহের ভেতরের বায়ু থলির বাতাস কমিয়ে বাড়িয়ে 

20.প্রশ্ন: সবচেয়ে লম্বা  ভারী সাপ 

Ans-আনাকোন্ডা 

21.প্রশ্ন: স্বাদু পানির সবচেয়ে ক্ষুদ্র মাছ  

Ans-ডুয়ার্ফ পিগমী গোবী 

22.প্রশ্ন:সাপ শুনতে পায়  

Ans-ত্বকের সাহায্যে 

23.প্রশ্ন: রাজ কাকড়ার অপর নাম  

Ans-লিমুলাস 

24.প্রশ্ন: সমুদ্রে তেল অপসারণের জন্য ব্যবহৃত হয়  

Ans-সুপার বাগ বা মাইক্রোবিয়াল ইনক্যকট্যান্ট 

25.প্রশ্ন: কুকুর পাগল হয়ে থাকে  

Ans-জলাতংক রোগ হলে 

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.


Post a Comment

0 Comments