BCS(Written/preli) Q/A General Science:
Q-1.সামগ্রিকভাবে জীবের জিনগত, প্রজাতিগত ও পরিবেশগত বৈচিত্রকে বলা হয় –
Ans: উদ্ভিদ বৈচিত্র্য।
Q-2. Taxonomy অর্থ –
Ans: শ্রেণিবিন্যাসতত্ত্ব।
Q-3.Taxonomy শব্দটি প্রথম ব্যবহার করেন –
Ans: ফরাসি বিজ্ঞানী ক্যানডোলি
Q-4. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক হলো –
Ans: কিংডম।
Q-5. শ্রেণিবিন্যাসের প্রতিটি একককে বলা হয় –
Ans: ট্যাক্সন।
Q-6. উদ্ভিদকাণ্ডের প্রকৃতির উপর ভিত্তি করে থিয়োফ্রাস্টাস উদ্ভিদজগতকে ভাগ করা হয় –
Ans: ৪ ভাগে।
Q-7. গণসমূহের অাধুনিক ধারণার পথিকৃৎ বলা হয় –
Ans: জোসেফ পিটন ডি টুর্নেফোর্টকে।
Q-8. শাখাপ্রশাখা করে ঝোপের সৃষ্টি করে –
Ans: গুল্ম।
Q-9. কয়েকটি গুল্ম উদ্ভিদ –
Ans: জবা, রঙ্গন, গন্ধরাজ, কাগজীলেবু।
Q-10.কয়েকটি উপগুল্ম উদ্ভিদ –
Ans: কাল্কাসুন্দা, অাশকোওড়া, বেলী।
Q-11.কাষ্ঠল কাণ্ডবিশিষ্ট হার্বকে বলে –
Ans: উডি হার্ব। (যেমন : তোষাপাট)
Q-12. ধান, গম, সরিষা, ঘাঘ, কচু, কচুরিপানা, নরমলতাগাছ হলো –
Ans: বীরুৎ।
Q-13. সরিষা, গম, ছোলা হলো –
Ans: একবর্ষজীবী।
Q-14.মূলা, ফুলকপি, বাঁধাকপি হলো –
Ans: দ্বিবর্ষজীবী।
Q-15.অাদা, হলুদ, দূর্বাঘাস হলো –
Ans: বহুবর্ষজীবী।
Q-16. অপুষ্পক উদ্ভিদের মধ্যে সর্বপেক্ষা উন্নত –
Ans: ফার্ণ।
Q-17. নগ্নবীজী উদ্ভিদকে বলা হয় –
Ans: অাদিম সবীজ উদ্ভিদ।
Q-18. মূলের পরিবর্তে রাইজয়েড থাকে –
Ans: মসবর্গের উদ্ভিদের।
Q-19.পুষ্টির জন্য অন্যের উপর নির্ভরশীল –
Ans: ছত্রাক।
Q-20.নগ্নবীজী ও অাবৃতবীজী হলো –
Ans: পুষ্পক বা সবীজী উদ্ভিদ।
Q-21. সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় –
Ans: স্পাইরোগাইরা নামক শৈবালে।
Q-22. যৌন মিলন ছাড়া হ্যাপলয়েড যৌন কোষ হতে একটি পূর্ণাঙ্গ উদ্ভিদে পরিণত হওয়াকে বলে –
Ans: পার্থেনোজেনেসিস বা অপুংজনি।
Q-23.Polysiphonia এক –
Ans: সামুদ্রিক লোহিত শৈবাল।
Q-24. অসংখ্য সবুজ বা নীল স্পোর উৎপন্ন করে বলে পেনিসিলিয়াম কে বলা হয় –
Ans: সবুজ বা নীল ছত্রাক।
Q-25. ব্যাঙের ছাতা বা মাশরুম নামে পরিচিত –
Ans: এগারিকাস।
Q-26.রৌদ্রে জন্মাতে পারে বলে ‘সান ফার্ণ’ বলা হয় –
Ans: Pteris কে
Please like,comments,share & following
More Practice....
Have stay with Us.
0 Comments