BCS(Written/preli) Q/A Global (G.K Global Short Question with ans.) part-05

BCS(Written/preli) Q/A Global:



Q-1.নেপালের সর্বশেষ রাজা ছিলেন---?

ANS-  জ্ঞানেন্দ্র

Q-2. 'কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?

ANS- ভারত নেপাল

Q-3. ভুটানের আইনসভার নাম কি?

ANS-  সোগডু

Q-4.ভুটানের রাষ্ট্রীয় ফুল কোনটি?

ANS-  নীল পপি

Q-5.বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

ANS-  শ্রীমাভো বন্দরনায়েকে

Q-6.কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?

ANS- শ্রীলংকা

Q-7. LTTE গেরিলারা কোন দেশের?

ANS-  শ্রীলঙ্কা

Q-8.মুসলিম বিশ্বের আইনসভার প্রথম মহিলা স্পিকার ---?

ANS-  ফাহমিদা মির্জা

Q-9. মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?

ANS- বেনজির ভুট্টো

Q-10.'Daughter of the East' কাকে বলা হয়?

ANS-  বেনজির ভুট্টো

Q-11. 'In the Line of Fire' বইটির লেখক কে?

ANS-  জেনারেল পারভেজ মোশারফ

Q-12. কোন দেশটি মেমোগেট ( Memogate) কেলেঙ্কারির সঙ্গে যুক্ত----?

ANS-  পাকিস্তান

Q-13. কয়টি দেশের সাথে আফগানিস্তান এর অভিন্ন সীমান্ত রয়েছে?

ANS-  

Q-14.ডুরান্ড লাইন (Durand Line) কি?

ANS- পাকিস্তান আফগানিস্তানের মধ্যকার সীমারেখা

Q-15.আফগানিস্তান এর কোন জাতিগোষ্ঠীর সদস্যরা সংখ্যাগরিষ্ঠ?

ANS-  পশতুন

Q-16. 'লয়া জিরগা ' কোন দেশের আইনসভা?

ANS-  আফগানিস্তান

Q-17. আফগানিস্তান এর শেষ বাদশাহ কে ছিলেন?

ANS-  জহির শাহ

Q-18.পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধমুর্তিটি কোথায় অবস্থিত ছিলো?

ANS-  আফগানিস্তান

Q-19.ইরানে ইসলামিক বিপ্লব কখন সংঘটিত হয়?

ANS- ১৯৭৯

Q-20. ইরানের আইনসভার নাম কি?

ANS- মজলিশ

Q-21.কোন জলপথ নিয়ে ইরান ইরাকের মধ্যে বিবাদ ছিলো?

ANS-  শাত-ইল-আরব

Q-22. ' No Fly Zone' কোন দেশে অবস্থিত?

ANS-  ইরাক

Q-23. 'Operation Iraqi Freedom ' যুদ্ধ শুরু হয়েছিলো কখন?

ANS- ২০০৩ সালের ২০ মার্চ

Q-24. আবু গরীব ' বলতে কি বুঝায়?

ANS-  ইরাকের একটি জেলখানা

Q-25. কারবালা, কিরকুক, নাজাফ, ফালুজা, মসু্ল, বসরা শহরগুলো কোথায়?

ANS-  ইরাক

Q-26. 'গোলান মালভূমি ' কোন দুই দেশের মধ্যে সংঘাতের কারণ?

ANS-  সিরিয়া এবং ইসরাইল

Q-27.আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?

ANS-  সিরিয়া

Q-28. 'জাস্টিস স্কয়ার' কোনদেশে অবস্থিত?

ANS- সৌদিআরব

Q-29. মধ্যপ্রাচ্যের কোন দেশে কোন সংবিধান বা সংসদ নেই?

ANS-  সৌদিআরব

Q-30.যে দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না----?

ANS- সৌদিআরব

Q-31.'বেলফোর' ঘোষণা কোন রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত?

ANS-  ইসরাইল

Q-32. ফিলিস্তিনিদের মাতৃভূমিতে কখন ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়?

ANS-  ১৯৪৮

Q-33.ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?

ANS- থিওডোর হার্জেল

Q-34.ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

ANS- তুরস্ক ( তুরস্ক না থাকলে মিশর হবে)

Q-35.আরব ইসরাইল যুদ্ধ হয় কত বার?

ANS-  বার

Q-36. ছয় দিনের যুদ্ধ যে সনে সংঘটিত হয়---?

ANS-  ১৯৬৭

Q-37.ইসরাইলের পার্লামেন্ট এর নাম কি?

ANS- নেসেট

Q-38.পিএলও (PLO) কখন গঠিত হয়?

ANS- ১৯৬৪ সালে

Q-39. ইয়াসির আরাফাত কোন দেশে জন্মগ্রহণ করেছিলেন?

ANS-  মিশর (কায়রো)

Q-40.ইয়াসির আরাফাত কত সালে নোবেল পান?

ANS- ১৯৯৪ সালে ( শান্তি)

Q-41.প্যালেস্টাইনি নেতা ইয়াসির আরাফাতকে কোথায় সমাহিত করা হয়েছে?

ANS-  রামাল্লা

Q-42. হামাস কোন দেশের সংগঠন?

ANS-  ফিলিস্তিন

Q-43. ' ব্ল্যাক সেপ্টেম্বর ' কি?

ANS- গেরিলা সংস্থা

Q-44. স্বাধীন ফিলিস্তনি রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

ANS-  আলজেরিয়া

Q-45. অসলো শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?

ANS- ১৯৯৩

Q-46.পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর কোনটি?

ANS- জেরিকো

Q-47.বিশ্বের কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত?

ANS-  ইস্তাম্বুল

Q-48.কোন দেশ একই সাথে এশিয়া ইউরোপ মহাদেশে অবস্থিত?

ANS- তুরস্ক, রাশিয়া।

Q-49.'ইসকানদারুন' বন্দরটি কোথায়?

ANS- তুরস্ক

Q-50.আয়তনে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশের নাম কি?

ANS- কাজাখিস্তান.

Please  like,comments,share & following

           More Practice....

                                      Have  stay with Us.

Post a Comment

0 Comments