BCS(Written/preli) Q/A General Science :
প্রাণী বিজ্ঞান:
Q-৩১) DNA এর মূল মজ্জাকে সুবিন্যাস্ত করাকে বলে –
Ans-জিন থেরাপি ।
Q-৩২) DNA এর অর্থ -
Ans-ডি অক্সিরাইবো নিউক্লিক এসিড ।
Q-৩৩) জিনতত্ত্বের জনক –
Ans-ভাইজম্যান ।
Q-৩৪) হিমোফিলিয়া একটি –
Ans-বংশগত রোগ ।
Q-৩৫) হারের মধ্যে পানি থাকে –
Ans-৪০-৪৫ % ।
Q-৩৬) অন্ত্র দুই প্রকার –
Ans-১) ক্ষুদ্রান্ত ও ২) বৃহদান্ত ।
Q-৩৭) জীবিত কোষের মধ্যে তৈরী হয় –
Ans-এনজাইম ।
Q-৩৮) এনজাইম কাজ করে মূলত –
Ans-অনুঘটক হিসাবে ।
Q-৩৯) রক্ত এক প্রকার –
Ans-যোজক কলা ।
Q-৪০) রক্ত দুই প্রকার উপাদান দিয়ে গঠিত –
Ans-১) রক্ত রস ও ২) রক্ত কনিকা ।
Q-৪১) পূর্ণ বয়স্ক মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে –
Ans-৭২ বার ।
Q-৪২) রেচন অঙ্গগুলি হলো –
Ans-ত্বক, ফুসফুস, যকৃত ও বৃক্ক ।
Q-৪৩) প্রধান রেচন অঙ্গ –
Ans-বৃক্ক (প্রায় ৭৫% নিষ্কাষন করে)।
Q-৪৪) বৃক্ক দেখতে অনেকটা –
Ans-সীমের বীজের মতো ।
Q-৪৫) পিটুইটারি গ্রন্থকে বলে –
Ans-রাজ গ্রন্থি ।
Q-৪৬) পুংজনন গ্রন্থিতে পাওয়া যায় –
Ans-টেস্টোসটেরন ।
Q-৪৭) স্ত্রীজনন গ্রন্থিতে পাওয়া যায় –
Ans-ইস্ট্রোজেন ।
Q-৪৮) ত্বক তিনটি স্তর দিয়ে গঠিত –
Ans-১)বহি:ত্বক, ২) ডার্মিস ও ৩) হাইপোডার্মিস ।
Q-৪৯) কঙ্কালতন্ত্রের রোগ –
Ans-রিকেটস, গেঁটে বাত ।
Q-৫০) পরিপাক তন্ত্রের রোগ –
Ans-আমাশয়, গ্যাস্টাইটিস ।
Q-৫১) রক্ত সংবহন তন্ত্রের রোগ –
Ans-রক্তচাপ, হার্ট এ্যাটাক, স্ট্রোক, বাতজ্বর, রক্ত শুন্যতা ।
Q-৫২) শ্বসন তন্ত্রের রোগ –
Ans-নিউমোনিয়া, যক্ষা, ব্রঙ্কাইটিস ।
Q-৫৩) দীর্ঘজীবী প্রাণী –
Ans-নীল তিমি (প্রায় ৫০০ বছর) ।
Q-৫৪) সবচেয়ে বড় স্থলচর প্রাণী –
Ans-আফ্রিকার হাতি ।
Q-৫৫) সবচেয়ে বড় জলচর প্রাণী –
Ans-নীল তিমি ।
Q-৫৬) সবচেয়ে বড় সরীসৃপ –
Ans-কুমির ।
Q-৫৭) সবচেয়ে দ্রুততম পশু –
Ans-চিতাবাঘ (ঘন্টায় ৪৫ মাইল) ।
Q-৫৮) সবচেয়ে দ্রুততম পাখি –
Ans-সুইফ্ট (ঘন্টায় ২০০ মাইল) ।
Q-৫৯) আরশোলার হৃদপিন্ডের প্রকোষ্ট –
Ans-১৩ টি ।
Q-৬০) মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ট –
Ans-৪ টি ।
Please like,comments,share & following
More Practice....
Have stay with Us.
.
0 Comments