General knowledge-01

১) বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?

ক) ২০৩ সে.মি.

খ) ২০৫ সে.মি.

গ) ২০৭ সে.মি.

ঘ) ২০৯ সে.মি.

২) পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?

ক) মেসোপটেমীয় সভ্যতা

খ) সুমেরীয় সভ্যতা

গ) মিশরীয় সভ্যতা

ঘ) আসেরীয় সভ্যতা

৩) বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?

ক) হাতিবান্ধা

খ) পাটগ্রাম

গ) চিলমারী

ঘ) ভূরুঙ্গামারী

৪) ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে জাতিসংঘের কোন অঙ্গসংগঠন স্বীকৃতি প্রদান করে?

ক) ইউএনডিপি

খ) ইউনেস্কো

গ) ইউএনএফপিএ

ঘ) আইএলও

৫) ‘গম্ভীরা’ বাংলাদেশের কোন অঞ্চলের গান?

ক) ময়মনসিংহ

খ) রংপুর

গ) চাঁপাইনবাবগঞ্জ

ঘ) দিনাজপুর

৬) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশ প্রত্যাবর্তন করেন-

খ) ১০ জানুয়ারি, ১৯৭২

গ) ১১ জানুয়ারি, ১৯৭২

ঘ) ১২ জানুয়ারি, ১৯৭২

৭) FAO-এর সদরদপ্তর কোথায়?

ক) নিউইয়র্ক

খ) ম্যানিলা

গ) রোম

ঘ) জেনেভা

৮) ‘ডায়েট’ কোন দেশের পার্লামেন্টের নাম?

ক) পোল্যান্ড

খ) সুইডেন

গ) তুরস্ক

ঘ) জাপান

৯) মালয়েশিয়ার ব্যবহৃত মুদ্রার নাম কী?

ক) রুপি

খ) পেসো

গ) রিংগিট

ঘ) রুবল

১০) স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে?

ক) ১০ এপ্রিল, ১৯৭২

খ) ১৭ এপ্রিল, ১৯৭১

গ) ১৮ এপ্রিল, ১৯৭১

ঘ) ১০ এপ্রিল, ১৯৭১

১১) আমিষ বেশি আছে কোনটিতে?

ক) মুগ ডাল

খ) মসুর ডাল

গ) খাসির মাংস

ঘ) ইলিশ মাছ

১২) কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?

ক) ভিটামিন এ

খ) ভিটামিন বি

গ) ভিটামিন সি

ঘ) ভিটামিন ডি

১৩) কোন মৌলিক ধাতুর সাধারণ তাপমাত্রায় তরল থাকে?

ক) ব্রোমিন

খ) পারদ

গ) সীমা

ঘ) ক্রোমিয়াম

১৪) মহামান্য রাষ্ট্রপ্রতি মোঃ আবদুল হামিদ বাংলাদেশের কততম রাষ্ট্রপ্রতি?

ক) ১৯ তম

খ) ২০ তম

গ) ২১ তম

ঘ) ২২ তম

১৫) বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

ক) ১৯৬০ সালে

খ) ১৯৫২ সালে

গ) ১৯৫৫ সালে

ঘ) ১৯৫৪ সালে

১৬) ১২ তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন সল কোনটি?

ক) অস্ট্রলিয়া

খ) নিউজিল্যান্ড

গ) ভারত

ঘ) ইংল্যান্ড

১৭) সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর কি গ্যাস ব্যবহার করা হয়?

ক) অক্সিজেন

খ) নাইট্রোজেন

গ) হাইড্রোজেন

ঘ) হিলিয়াম

১৮) ভূমিকম্প মাপার যন্ত্রের নাম?

ক) ফ্যাদোমিটার

খ) ট্রান্সমিটার

গ) ক্রেসগোগ্রাফ

ঘ) সিসমোগ্রাফ

১৯) ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে

খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ) টি এস সি মোড়ে

ঘ) জয়দেবপুরে

২০) নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?

ক) ১৯৯০ সালে

খ) ১৯৯১ সালে

গ) ১৯৯২ সালে

ঘ) ১৯৯৩ সালে

২১) কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?

ক) হামিদুর রহমান

গ) আমিনুল ইসলাম

ঘ) নিতুন কুন্ডু

২২) ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয় কত তারিখে?

ক) ৫ জুন

খ) ২৩ জুন

গ) ১৮ জুন

ঘ) ২৫ ডিসেম্বর

২৪) ‘এপিকালচার’ বলতে কি বোঝায়?

ক) মৎস্য চাষ

খ) রেশম চাষ

গ) মৌমাছি চাষ

ঘ) বৃক্ষ চাষ

২৫) বাঙ্গালদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক) ২ টি

খ) ৩ টি

গ) ৪ টি

ঘ) ৬ টি


 উত্তরপত্র আগামীকাল দেওয়া হবে.................

Have Stay with us.


Post a Comment

0 Comments