BCS(Written/preli) Q/A General Knowledge:
পাহাড়-পর্বত-পর্বতমালা:
Q-1. বাংলাদেশের পাহাড়সমূহ গঠিত-
Ans-টারশিয়ারী যুগে
Q-2. বাংলাদেশের পাহাড়গুলো-
Ans-ভাঁজ পর্বত
Q-3. দেশের বৃহত্তম/উচ্চতম পাহাড়-
Ans-গারো পাহাড়
Q-4. গারো পাহাড়-
Ans-ময়মনসিংহ জেলায় অবস্থিত
Q-5. বাংলাদেশের পাহাড়ের গড় উচ্চতা-
Ans-৬১০ মিটার বা ২০০০ ফুট
Q-6. ইউরেনিয়াম পাওয়া গেছে-
Ans-কুলাউড়া পাহাড়ে (মৌলভীবাজার)
Q-7. চন্দ্রনাথের পাহাড় অবস্থিত-
Ans-চট্টগ্রামের সীতাকুণ্ডে (হিন্দুদের তীর্থস্থান)
Q-8. লালমাই পাহাড়-
Ans-কুমিল্লা
Q-9. চিম্বুক পাহাড়-
Ans-বান্দরবান
Q-10. চিম্বুক পাহাড়ে বাস করে-
Ans-মারমা উপজাতিরা
Q-11. সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-
Ans-তাজিনডং
Q-12. তাজিনডংয়ের অপর নাম-
Ans-বিজয়
Q-13. তাজিনডং মারমা শব্দ; মানে-
Ans-গভীর অরণ্যে পাহাড়
Q-14. তাজিনডং-
Ans-বান্দরবান জেলায় অবস্থিত
Q-15. তাজিনডংয়ের উচ্চতা-
Ans-৩১৮৫ ফুট
Q-16. দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ-
Ans-কেওকারাডং (উচ্চতা- ২৯২৮ ফুট)
Q-17. কেওকারাডং-
Ans-বান্দরবান জেলায় অবস্থিত
বন:
Q-1. বনাঞ্চলকে-
Ans-৪ ভাগে ভাগ করা যায়
Q-2. সামাজিক বনায়ন কর্মসূচী-
Ans-১৯৭৯ সালে
Q-3. জাতীয় বননীতি-
Ans-১৯৯৪ সালে
Q-4. বন আইন -
Ans-১৯৯২ ও ২০০২ সালে
Q-5. রাষ্ট্রীয় বন নেই-
Ans-২৮টি জেলায়
Q-6. দীর্ঘতম বৃক্ষ-
Ans-বৈলাম বৃক্ষ(বান্দরবানে জন্মে)
Q-7. বন গবেষণা কেন্দ্র-
Ans-চট্টগ্রামে
Q-8. হরিণ প্রজনন কেন্দ্র-
Ans-কক্সবাজারের ডুলাহাজরায়
Q-9. শাল গাছের জন্য বিখ্যাত-
Ans-ভাওয়াল ও মধুপুরের বন
Q-10. বরেন্দ্রভূমি-
Ans-রাজশাহীতে
Please like,comments,share & following
More Practice....
Have stay with Us.
0 Comments